
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলা এলাকায় সড়ক দুর্ঘটনায় পেচু মিয়া (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন।
৫ মে, রবিবার উপজেলার গাছবাড়িয়া সড়ক ভবন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পেচু আনোয়ারা উপজেলার বারখাইনের বাসিন্দা। দুর্ঘটনায় আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মো. এরফান জানান, সকাল সাড়ে আটটার দিকে সিএনজি অটোরিকশায় করে গাছবাড়িয়া কলেজ গেট থেকে বদুরপাড়া রাস্তার মাথার দিকে যাচ্ছিলেন পেচু মিয়া। অটোরিকশাটি গাছবাড়িয়া নতুন কলেজ গেটের পার্শ্বে সড়ক ভবন এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী একটি মিনিট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এসময় পেচু মিয়া ঘটনাস্থলে নিহত হন। আহত হন অটোরিকশাচালক আবুল কালাম ও যাত্রী আলিফ। তাদের উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে পেচু মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে। মিনিট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]