
দিনাজপুরের হাকিমপুর হিলিতে অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত বৃষ্টির। টানা একমাস তীব্র তাপপ্রবাহের পর এই বৃষ্টিতে জনজীবনে কিছুটা হলেও স্বস্তি এসেছে। অনেকে শীতল আবহাওয়া অনুভব করেছেন। আবার কেউ গা ভাসিয়েছেন বৃষ্টিতে।
৪ মে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে দেখা যায় হিলিতে। তবে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলায়ও বৃষ্টির খবর পাওয়া গেছে। আধাঘণ্টা স্থায়ী ছিল বৃষ্টি। রাত প্রায় ৮টায় থেমে যায় বৃষ্টি।
স্থানীয়রা বলছেন, আবহাওয়ার পূর্বাভাস এবং অনুমান করা যাচ্ছিল বৃষ্টির সম্ভাবনা। তাই তপ্ত দুপুর যেন বিকালের পর নমনীয় হয়ে আসে। আকাশে কিছুটা মেঘ জমে থাকলেও দীর্ঘ সময়ের পর অর্থাৎ সন্ধ্যা গড়িয়ে আসলে হঠাৎ শুরু এক পশলা বৃষ্টি। প্রথমে দু চার ফোঁটা শুরু হলেও কিছুক্ষণ পর ভারি বৃষ্টি শুরু হয়। কিছুটা হলেও যেন জনজীবনে স্বস্তি এসেছে। বৃষ্টির সঙ্গে মেঘের ডাকাডাকিও শোনা গেছে।
আধা ঘণ্টার এই বৃষ্টিতে তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি আর ধুলা থেকে খানিকটা মুক্তি পেয়েছেন হিলিবাসী।
বিবার্তা/রব্বানী/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]