
ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশা রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করার প্রতিবাদে বিআরটিএ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতি।
২৯ এপ্রিল, সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়স্থ বিআরটিএ অফিসের সামনে অবস্থান নিয়ে তারা এই বিক্ষোভ করে।
এসময় তারা জানান, ২০২৩ সালে সরকারিভাবে জেলার প্রায় ৩ হাজার সিএনজি অটোরিকশা রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়। তবে ২ হাজার ১শ অটোরিকশার রেজিস্ট্রেশন দেয়ার পর কোন ঘোষণা ছাড়া কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
দীর্ঘ প্রায় ১০ মাস অতিবাহিত হলেও রেজিস্ট্রেশন না দেয়ায় সিএনজি চালকরা সড়কে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জরিমানাসহ হয়রানির শিকার হচ্ছে। তারা এক সপ্তাহের মধ্যে আবেদনকৃত বাহনের রেজিস্ট্রেশন প্রদানের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে জেলা রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আবু আশরাফ সিদ্দিকী জানান, রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়ার পর দালাল ও মালিক সমিতির একটি চক্র মালিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেয়ার অভিযোগ উঠায় এই কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়। অচিরেই সৃষ্ট সমস্যার সমাধান করা হবে।
বিবার্তা/আকঞ্জি/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]