
টাঙ্গাইলের ঘাটাইলে মাদকাসক্ত ছেলের ধাক্কায় তপন সাহা (৫৫) নামে এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে।
২৩ এপ্রিল, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হামিদপুর সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তপন সাহা ওই গ্রামের মৃত অনুদাস সাহার ছেলে। তিনি হামিদপুর বাজারের একজন মুদি ব্যাবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানায়, নিহতের ছেলে তন্ময় সাহা(২৫) একজন চিহ্নিত মাদকসেবি। মঙ্গলবার দুপুরে তার বাবা দোকান বন্ধ করে বাসায় আসেন খাওয়ার জন্য। এ সময় মাদক সেবনের জন্য বাবাকে চাপ দেয়। বাবা টাকা দিতে গড়িমসি করলে কিলঘুসি মারতে থাকে। বাবা ঘরের মেঝেতেই লুটিয়ে পড়ে সাথে সাথেই মারা যান। তবে পরিবার বলছে, তিনি আগে থেকেই অসুস্থ ও হার্টের রোগী ছিলেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।
বিবার্তা/ইমরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]