
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ১ম বারের মত বাংলাদেশ জুয়েলারি এ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার দ্বিবার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
৩১ মার্চ, রবিবার সকাল ১০টায় শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে ভোট গ্রহণ শুরু হয়। এক টানা বিকেল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলছে।
জানা গেছে, বাজুসের ১৫০ জন সদস্যের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ১৯ জনের কার্য নির্বাহী কমিটির সদস্যদের নির্বাচিত করবেন। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৯ জন প্রার্থী।
নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রিপনুল হাসান, কার্য নির্বাহী সদস্য পবিত্র চন্দ্র ঘোষ, চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি ও জেলা সাধারণ সম্পাদক প্রনব সাহা।
উপস্থিত কেন্দ্রীয় নেতারা জানান, বাজুস সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশে স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে। তারই ধারাবাহিকতাই আজকে ভোটগ্রহণকে ঘিরে স্বর্ণ ব্যবসায়ীদের মিলন মেলায় পরিণত হয়েছে। আজকে বাজুসের সভাপতির কারণেই মেম্বাররা তাদের নেতা নির্বাচিত করছেন। নির্বাচনের মাধ্যমে যোগ্যলোক নির্বাচিত হবেন এটিই আমাদের সভাপতি চাওয়া বলে জানান তারা।
বিবার্তা/সুমন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]