
বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রবিবার (১৮ মে) রাতে পুলিশ নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রামে অভিযান চালিয়ে নাশতা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক (৪০), ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল মোমিন (৪৫), নায়েব আলী (৪০) ও আবু সিদ্দিকী (৩৫) কে গ্রেফতার করে। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত চার আসামিকে সোমবার (১৯ এপ্রিল) দুপুরে নন্দীগ্রাম থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মনিরুজ্জামান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]