
আমাদের জীবনের প্রতিটি স্তরে প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে বলে জানিয়েছেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (১৯ মে) সকালে রাজশাহী সার্কিট হাউজে পরিবেশবাদী সংগঠন ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, আমাদের জীবনের প্রতিটি স্তরে প্লাস্টিকের ব্যবহার সীমিত করতে হবে। পলিথিনের পরিবর্তে কাপড় ও পাটের ব্যাগ ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে।
উপদেষ্টা আরও বলেন, প্লাস্টিক ও পলিথিন শপিং ব্যাগ পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ কারণে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে, যাতে মানুষ পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহিত হয়। তবে শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়, সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে।
সভায় নগরায়নের চাপে পুকুর, খাল ও অন্যান্য জলাশয় ভরাটের প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষায় এবং পানি সংরক্ষণের জন্য প্রাকৃতিক জলাধার রক্ষা করা অত্যন্ত জরুরি। এসময় তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব জীবনধারার চর্চায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের প্রতিটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে।
মতবিনিময় সভায় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ পরিবেশ বিষয়ক বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে উপদেষ্টা জেলা প্রশাসককে স্থানীয় পুকুর ও জলাশয় সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]