
বাগেরহাটের শরণখোলা উপজেলায় তাল গাছ থেকে পড়ে মো. আবুল হাসান (৩৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
১৯ মে, সোমবার দুপুরে তালগাছ থেকে পড়ে যাবার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকালে মারা যান তিনি। নিহত আবুল হাসান উপজেলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া গ্রামের তোফাজ্জল আকনের ছেলে। তিনি স্থানীয় শাহী জামে মসজিদের ইমাম ছিলেন।
রায়েন্দা ইউপি সাবেক সদস্য এইচ এম টিপু সুলতান জানান, সোমবার দুপুরে আবুল হাসানের শিশু মেয়ে তালশাঁস খাওয়ার বায়না ধরে। এসময়ে তিনি মেয়ের আবদার পুরণ করতে বাড়ির বিশাল এক তাল গাছে উঠতে গিয়ে পা ফসকে নিচে পড়ে যান। দূর্ঘটনায় তার বাম হাত ও মেরুদন্ড ভেঙে কয়েক টুকরো হয়ে যায়।
প্রথমে তাকে শরণখোলা হাসপাতালে নেয়ার পর খুলনা মেডিক্যাল পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে বিকালে তার মৃত্যু হয়।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]