দুর্গাপুরে ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশ : ১৩ মার্চ ২০২৪, ২০:৩৪
দুর্গাপুরে ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিপিনগঞ্জ-পুটিমারি সড়কে পিসি গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।


১৩ মার্চ, বুধবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তিনি।


মোশতাক আহমেদ বলেন, দুর্গাপুর-কলমাকান্দার জন্য এমন কিছু করে রেখে যাব ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদের কাজের সুফল ভোগ করতে পারে।


তিনি আরো বলেন, আত্মসমালোচনা করে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আমাদের গতানুগতিক ধারাতে পরিবর্তন আনতে হবে। যাদের ভেতরে দুরভিসন্ধি আছে সকল দুরভিসন্ধি দূর করতে হবে।


এসময় এলাকাবাসী সংসদ সদস্যকে তাদের সুখ দুঃখের কথা খুলে বলেন। তারা বলেন, বিগত দশ বছরে এই অঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়ন অনেক কম হয়েছে। সমাজের সাধারণ মানুষ অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছে।


এসময় সংসদ সদস্য মোশতাক আহমেদ এলাকাবাসীর বিভিন্ন দাবি নোট করে রাখে এবং অচিরেই তা বাস্তবায়ন করা হবে বলে জানান।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হুদা উজ্জ্বল, আজিজুল হক, পীযুষ চিরান, আহমদ হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিবার্তা/পলাশএমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com