
জামালপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।
১৩ মার্চ, বুধবার বেলা পৌনে ১১টায় জামালপুর-সরিষাবাড়ী সড়কের জোকারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে মেস্টাগামী বালিবাহী একটি ট্রাক ও মেস্টা থেকে জামালপুরগামী একটি অটোরিকশার মাঝে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম সদর উপজেলার হাসিল কালিদহেরপাড়া গ্রামের জোড়ন মিয়ার স্ত্রী।
আহতরা হলেন- নিহত মর্জিনার ছেলে মারুফ, অটোরিকশার চালক সোনাকাথা গ্রামের হেলাল মিয়ার ছেলে আকাশ, সরিষাবাড়ীর বাউসি এলাকার মৃত নাছির খানের ছেলে নাঈম খান। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ট্রাকের চালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বিবার্তা/ওসমান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]