
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১০ মার্চ, রবিবার বিকাল ৩টায় তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়।
এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শেষে কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আন্জুম পপি। পরে অতিথিবৃন্দ কৃষি বিষয়ক বিভিন্ন স্টল পরির্দশন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, পৌর প্যানেল মেয়র নাজিম উদ্দিন, বোকাইনগর ইউপির সাবেক চেয়ারম্যান হাবিবউল্লাহ হাবিব।
পরিশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় পাবলিক হলে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।
এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আন্জুম পপি, বিশেষ অতিথি গৌরীপুর থানার অফিসার্স ইন চার্জ সুমন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসেম প্রমুখ।
আগামী ১২ মার্চ কৃষিমেলা শেষ হবে।
বিবার্তা/হুমায়ুন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]