
নেত্রকোণার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী। তিনি হাসপাতালে এসে রোগীদের সার্বিক খোঁজখবর নেন।
১০ মার্চ, রবিবার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান।
এসময় এমপি অসহায়, দুঃস্থ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন। এছাড়া হাসপাতালের বিভিন্ন সংকট অতি দ্রুত নিরসন করা হবে বলে জানান তিনি।
সংসদ সদস্যকে হঠাৎ কাছে পেয়ে হাসপাতালের গরীব, দুঃস্থ রোগীরা তাদের কথা অকপটে খুলে বলেন।
সংসদ সদস্য তাদের কথা মনোযোগ দিয়ে শুনেন এবং নিজ সাধ্যমতো তাদের সহযোগিতা করেন।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]