
পাঠে পাঠে আত্মজাগরণ এ প্রতিপাদ্যে দুর্গাপুর উপজেলার ‘জলসিঁড়ি পাঠকেন্দ্রে’র আয়োজনে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
১ মার্চ, শুক্রবার বিকেলে উপজেলার গাভিনা গ্রামে জলসিঁড়ি পাঠাগারে বার্ষিক অধ্যয়ন সভা শেষে এ সম্মাননা দেয়া হয়।
পাঠাগারের সভাপতি এডভোকেট মানেশ সাহার সভাপতিত্বে পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে রাখেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, অধ্যক্ষ ফারুক আহম্মদ তালুকদার, লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়োব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষাব্রতী আলহাজ মাফিজ উদ্দিন তালুকদার, তথ্যচিত্র নির্মাতা সেন্টু রায়, শিশু সাহিত্যিক নিশাত সুলতানা, কবি আলতাব শাহনেওয়াজ, পাঠাগারব্রতী মোহাম্মদ শাহনেওয়াজ কে জলসিঁড়ি সম্মাননা প্রদান করা হয়।
সেইসাথে একুশে পদকপ্রাপ্ত কবি ও প্রাবন্ধিক এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি মিনার মনসুর কে সংবর্ধনা দেয়া হয়।
বিবার্তা/পলাশ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]