
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. নাঈম হাসান (২৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
১৯ জানুয়ারি, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় নাঈম।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
মো. নাঈম হাসান উপজেলার ইমামপুর ইউনিয়নের জষ্টিতলা গ্রামের রহমত উল্লাহ মোলার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত নাঈম বাউশিয়া এলাকায় আকিজ ইস্পাত কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষ করে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কারখানা থেকে সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আনন্দমেলা সিএনজি ফিলিং স্টেশনের উল্টা পাশে ঢাকামুখী লেনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় নাঈম।
ঘটনা সত্যতা নিশ্চিত করে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তবে দুর্ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘাতক বাসটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]