
নরসিংদী সিভিল সার্জন অফিসে আইসিডিডিআর,বি এর আয়োজনে ‘ওয়ার্কশপ অন স্ক্যালিং আপ অফ ইয়ারনি চাইল্ড কেয়ার এন্ড ডেভলপমেন্ট’ কর্মশালা অনুষ্ঠিত হয়।
১৮ জানুয়ারি, বৃহস্পতিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম।
‘গর্ভধারণের সময় থেকে ৩ বছর যখন শিশু বিকাশের শ্রেষ্ঠ সময় তখন দিলে ভালোবাসা ও সঠিক যত্ন, শিশু হবে দেশের অমূল্য রতন’ এ বিষয়ের উপর মাল্টি প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনা করেন আই সি ডি ডি আর বি থেকে আগত ই সি সি ডি টিম এর প্রতিনিধি ডা. জেনা হামাদানী (ইসিরেটাস বিজ্ঞানী), সাথে ছিলেন শেখ জামাল (সহযোগী বিজ্ঞানী), ফারদিনা মেহেরিন (সহযোগী বিজ্ঞানী) সহ আরও অনেকে।
উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু কাউছার সুমন, নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. এ এন এম মিজানুর রহমান।
এ কর্মশালার তত্ত্বাবধানে ছিলেন বুদ্ধি প্রকল্প এর জেলা সমন্বয়কারী কর্মকর্তা মো. আল মামুন। কর্মশালায় অংশ গ্রহণ করেন; নরসিংদী জেলা প্রশাসন, সিভিল সার্জন অফিস, জেলা হাসপাতাল, পরিবার পরিকল্পনা অফিস, জেলা সমাজ সেবা কার্যালয়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৬টি উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, নরসিংদী প্রেস ক্লাব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিবার্তা/কামাল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]