
দিনাজপুরের বিরলে এক অবৈধ ধান মজুদদারের গোডাউন থেকে ৩শ মেট্রিক টন ধান জব্দ করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রন কার্যালয় ও উপজেলা প্রশাসনের একটি যৌথ দল।
১৮ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার পাইকপাড়া গ্রামের মুছাব্বির রফিক হোসেন নামের এক ব্যক্তির গোডাউন থেকে এসব ধান জব্দ করা হয়।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন জানান, ধান ও চালের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের দিনাজপুরের বিরল থেকে মুছাব্বির নামের এক ব্যবসায়ীর গোডাউন থেকে তিনশ মেট্রিক টন ধান জব্দ করা হয়েছে। মুছাব্বিরের ধান মজুদের লাইসেন্স থাকলেও অনুমোদনের চেয়েও অনেক বেশি ধান সে মজুদ করে এবং প্রয়োজনের তুলনায় বেশি সময় গোডাউনে রেখেছে।
তিনি আরও জানান, গত বোরো মৌসুমের ধান একমাস গোডাউনে রাখার অনুমোদন থাকলেও সে প্রায় ৭ মাস পর্যন্ত সেই ধান বিক্রি করেননি।
ওই ধান ব্যবসায়ীর গোডাউন সিলগালা করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনণের প্রস্তুতি চলছে। অভিযান চলমান থাকবে এবং এর কারণেই ইতোমধ্যে ধান ও চালের দাম কিছুটা কমতে শুরু করেছে বলে দাবি এই কর্মকর্তার।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিখা আশা, ওসি শাহ্ গোলাম মাওলা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার হোসেন প্রমুখ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]