
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে মোটরসাইকেল ও ট্রাক্টরের ধাক্কায় হাসিনা বেওয়া (৬২) ও মাহফুজা আকতার সিমা (৫) নামের দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরসহ চালক সুজন মিয়াকে আটক করেছে পুলিশ।
১৮ জানুয়ারি, বৃহস্পতিবার বিকেলে সুন্দরগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়।
নিহত হাসিনা বেওয়া উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী ও সিমা আকতার সুন্দরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের মহব্বত আলীর মেয়ে।
আর ট্রাক্টর চালক সুজন মিয়া রামডাকুয়া গ্রামের ফুল মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, ওইদিন বিকেলে ৩টার দিকে হাসিনা বেওয়া বাড়ি থেকে বের হয়ে পাঁচগাছী নামকস্থানে সড়কে ওঠে। এরই মধ্যে অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে হাসিনা বেওয়া মারা যায়।
অপরদিকে, বেলা ১টার দিকে মাহফুজা আকতার সিমা খেলতে গিয়ে বাড়ির পাশের রাস্তায় একটি বালুবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনা স্থলে সিমা আকতারের মৃত্যু হয়।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম রানা বলেন, ওইসব ঘটনায় মোটরসাইকেল চালক পালিয়েছে। তবে ট্রাক্টসহ চালক সুজন মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]