
উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলায় ঘন কুয়াশা আর তীব্র শীতে টানা দশ দিন পর দেখা মিলেছে সূর্যের। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। সকালে কুয়াশা থাকলেও এদিন তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে এমন শীত আরও কয়েকদিন থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এর আগে তীব্র শীতে জবুথবু হয়ে পড়েছিলো এই অঞ্চলের মানুষ। বৈরী আবহাওয়ার কারণে ব্যাঘাত ঘটেছে মানুষের স্বাভাবিক কর্মজীবনে।
১৮ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, গত কয়েকদিনের থেকে এদিন মানুষের ব্যস্ততা বেড়েছে। দৈনন্দিন প্রয়োজন ছাড়াও বের হয়েছেন অনেকেই। শ্রমজীবীরা তাদের পেশায় ফিরেছেন। এছাড়াও সরকারি-বেসরকারি অফিস স্বাভাবিক ভাবে শুরু হয়েছে।
জেলা আবহাওয়া অফিস সূত্র জানায়, জেলায় সকাল ০৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.০০ সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৪% ও বাতাসের গতি ০১ নটস।
ভেড়ভেড়ী এলাকার অটোরিকশা চালক জহুরুল ইসলাম বলেন, আজ সকালে সূর্যের দেখা পাওয়া গেছে। মানুষ বাজারে আসতে শুরু করেছে। গত কয়েকদিন খুব খারাপ অবস্থা ছিল, আশা করি আজকে ভালো ইনকাম করতে পারবো।
ইউএনও মো. তাজউদ্দিন বলেন, কয়েকদিনের টানা শীতের পর আজকে সূর্যের দেখা মিলায় কর্মজীবী মানুষেরা কাজে ফিরেছে। এতে শ্রমজীবী মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।
বিবার্তা/জামান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]