আগামীকাল থেকে গাইবান্ধায় ইজতেমা শুরু
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ২০:০৩
আগামীকাল থেকে গাইবান্ধায় ইজতেমা শুরু
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ইজতেমা। ইতোমধ্যে পলাশবাড়ীতে জেলা ইজতেমা মাঠের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাঠে জমায়েত হচ্ছে তাবলীগ জামাতের মুসল্লিরা। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হয়ে শনিবার (২০ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী চলবে এ জেলা ইজতেমা।


গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন মাঠেরহাট সংলগ্ন ইটভাটা মাঠে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের আয়োজনে এ জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের ইজতেমায় জেলার বাসিন্দারাসহ আশপাশের জেলার বহু মুসল্লির সমাগম ঘটবে। আগত মুসল্লিদেরসহ ইজতেমা মাঠ এলাকায় কঠোর নিরাপত্তা প্রদানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোড়দার করেছে জেলা পুলিশ।


১৭ জানুয়ারি, বুধবার দুপুরে গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের ইজতেমা মাঠে উপস্থিত হয়ে মাঠের আইন- শৃঙ্খলা রক্ষা, বিশেষ নিরাপত্তার নিমিত্ত সর্বোচ্চ সতর্কতা ও আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। পরিদর্শনকালে জেলা তাবলীগ জামাতের নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার।


এসময় উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান, সিনিয়র সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তাসহ গাইবান্ধা জেলা ইজতেমা কমিটির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বিবার্তা/খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com