
পঞ্চগড়ের করতোয়া নদী পাড়ের শীতার্ত নারী পুরুষদের মাঝে কম্বল বিতরণ করেছেন পৌর যুবলীগ।
১৬ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে নদী পার সংলগ্ন তুলারডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় পৌর যুবলীগের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সোহেল পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে পৌর যুবলীগের সভাপতি হাসনাত হামিদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়্জোন করা হয়। আলোচনা সভায় কেন্দ্রীয় যুবলীগ নেতা ফিরোজুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম মুন বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সোহেল পারভেজ জানান, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে যেসব জেলায় শীত বেশি সেসব জেলায় প্রকৃত শীতার্তদের খুঁজে বের করে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছি। শীতকালে আমাদের শীতবস্ত্র প্রদান অব্যাহত থাকবে।
এসময় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জ্বল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মাসুদ করিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মকলেছার রহমান রেজা, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও অ্যাডভোকেট আলী আসমান বিপুল, পৌর যুবলীগের সাবেক সভাপতি হারুন অর রশিদ রানাসহ যুবলীগের নেতারা উপস্থিত ছিল।
বিবার্তা/বিপ্লব/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]