মুন্সিগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১৮:৪৫
মুন্সিগঞ্জে ২ হাজার কেজি জাটকা জব্দ
মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযানে প্রায় ২ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।


বুধবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার খান বাড়ি এলাকা থেকে ট্রাকভর্তি এসব জাটকা মাছ জব্দ করা হয়।


জব্দকৃত জাটকা মাছ ভোলা থেকে রাজধানী ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে অভিযানকারী যৌথটিমের সদস্যরা।


লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাত থেকে মাওয়া অবস্থান নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়।


পরে রাতে সন্দেহভাজন পণ্য বোঝাই একটি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে জাটকা জব্দ করা হয়। এ ঘটনায় জাটকা বহনকারী ট্রাকটি জব্দ করে, চালককে আটক করেছে কোস্টগার্ড।


এরপর বৃহস্পতিবার সকালে জব্দকৃত জাটকা উপজেলার স্থানীয় ২৫টি এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।


যৌথ এ অভিযানে অংশগ্রহণ করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. জাকির হোসেনসহ মাওয়া কোস্ট গার্ডের সদস্যরা।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com