
গাজীপুরের টঙ্গীর স্টেশন রোড এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. নবী হোসেন (৪০) নামে এক আনসার সদস্য আহত হয়েছেন।
৯ জানুয়ারি, মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।
নবী হোসেনকে হাসপাতালে নিয়ে আসা ভাই মো. আতাউর রহমান বলেন, আমার ভাই গাজীপুরের আনসার ক্যাম্পে কর্মরত। দুই দিনের সাময়িক ছুটিতে সাভার বাইপাইল বাসায় যাওয়ার সময় টঙ্গী স্টেশন রোড আসা মাত্রই ছিনতাইকারীরা তাকে পেটে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করেন এবং সঙ্গে থাকা মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে ঢাকা মেডিকেলে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, টঙ্গী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক আনসার সদস্য আহত হয়ে ঢামেক হাসপাতালে এসেছে। তার পেটে ও পিঠে ছুরিকাঘাত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]