
গোপালগঞ্জের শীতার্তদের কষ্ট লাঘব ও শিশুদের সুস্থ বিকাশের উদ্দেশ্য সেনাবাহিনীর পক্ষে মানুষের মাঝে কম্বল ও শিক্ষার্থীদের খেলাধুলার সামগ্রী বিতরণ করা করা হয়েছে।
৯ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার ১৩শ’ মানুষের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এরমধ্যে টুঙ্গিপাড়া উপজেলার ৮শ’ ও কোটালীপাড়া উপজেলার ৫শ’ মোট এক হাজার ৩শ’ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। এছাড়া উভয় উপজেলার ১০টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল ক্রিকেট ব্যাট, বল ও স্ট্যাম্প, ফুটবল, ভলিবল, ভলিবল নেট, দাবা, লুডু ইত্যাদি।
প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়ার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি আরো উপস্থিত ছিলেন ২১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান, ১০ ইস্ট বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোজাম্মেল হোসেন সহ অন্যান্য অফিসারবৃন্দ।
বিবার্তা/সঞ্জয়/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]