
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্র পাহারায় থাকা গ্রাম পুলিশ সদস্য রনজিৎ কুমার দে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
৯ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের স্ত্রী রিতা দে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান রনজিৎ কুমার দে।
শুক্রবার দিবাগত রাত ৩টা থেকে ৫টার মধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। শনিবার সকাল ৭টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডটি ক্লুলেস। হত্যাকাণ্ডের সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা ছিল খুনিদের। এটি ঠান্ডা মাথার খুন। তবে হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মো. রাজিবুল ইসলাম বলেন, তদন্ত চলমান।
বিবার্তা/মিঠুন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]