
ঢাকার আশুলিয়ার শ্রীপুর এলাকায় দেড় কেজি হেরোইনসহ শওকত আলী নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
৮ জানুয়ারি, সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মাজহারুল ইসলাম।
তিনি জানান, শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এক কেজি ৫৬৪ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, শওকত বেশ কিছুদিন ধরে লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করতেন। এরপর সেগুলো ঢাকায় এনে সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করতেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]