
গাইবান্ধা-৩ আসনের সাদুল্লাপুর উপজেলার একটি ভোটকেন্দ্রর পাশে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভোটারদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।
৭ জানুয়ারি, রবিবার বিকেল ৩টার দিকে উপজেলার ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই সময় ভোটকেন্দ্রটির পাশে ভোটাররা অবস্থান করছিলেন। এরই মধ্যে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ হয়। এতে করে মানুষের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়। এ ঘটনার পর ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়।
এ বিষয়ে ওই কেন্দ্রের দায়িত্ব পালনরত পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত রাখা হয়। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]