
লক্ষ্মীপুর জেলা শহরে ডিসির বাসভবন এলাকায় পরপর ৩টি ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়েছে দুর্বৃত্তরা।
৬ জানুয়ারি, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৬টা ৫০ মিনিট পর্যন্ত পরপর ৩টি ককটেল ফাটানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণ তেমুহনীর দুজন ব্যবসায়ী জানান, একটি মোটরসাইকেলযোগে ২ যুবক এসে হঠাৎ ডিসির বাংলো ও নিউ মডেল হাসপাতাল সংলগ্ন এলাকায় পরপর ৩টি ককটেল ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ঘটনাস্থল থেকে তারা সটকে পড়ে।
ডিসির বাসভবনের সামনে কাকলী শিশু অঙ্গন স্কুল। সেই স্কুলে পৌরসভার (১২ নম্বর ওয়ার্ড) ১ নম্বর ভোটকেন্দ্র। রাত-পোহালেই জাতীয় সংসদ নির্বাচন। ধারণা করা হচ্ছে হয়তো ভোটারদের মাঝে আতঙ্ক ছড়াতে ককটেলগুলো ফাটানো হচ্ছে।
লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি, কাউকে পাইনি। নিরাপত্তার জন্য সকল ভোটকেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]