
চট্টগ্রামে পুলিশের রিকুইজিশন করা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
৬ জানুয়ারি, শনিবার বন্দরনগরীর কালুরঘাট বাণিজ্যিক এলাকার বাদামতল মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অ্যাসিস্ট্যান্ট কমিশনার (পাঁচলাইশ জোন) মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন বলেন, বাসটি মূলত নির্বাচনের কিছু সামগ্রী নিয়ে একটি কেন্দ্রে গিয়েছিল। নির্বাচনি সামগ্রী কেন্দ্রে রেখে বাইরে দাঁড়ানো ছিল বাসটি। তখন দুর্বৃত্তরা ওই বাসে অগ্নিসংযোগ করে দ্রুত পালিয়ে যায়৷ এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
কালুরঘাট ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, সন্ধ্যায় আগুনের খবর পেয়ে তৎক্ষণাৎ আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। যায়। সন্ধ্যা পাঁচটা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের মালিক মামলা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ভোটকেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা একটি বাসে কে বা কারা আগুন দিয়ে সটকে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাসটি পুলিশের ডিউটির জন্য রিকুইজিশন করা হয়েছিল। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের মালিক বাদী হয়ে মামলা করেছেন।
এর আগে শনিবার ভোরে নগরের বন্দর এলাকায় একটি ভোটকেন্দ্র ও সীতাকুণ্ডে একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]