
চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকচাপায় মরিয়ম বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছেন।
৬ জানুয়ারি, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারী থানার ইসলামিয়া হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মরিয়ম বেগম হাটহাজারী থানার মাদার্শা রহমত ঘোনা এলাকার মোহাম্মদ মিয়ার স্ত্রী।
মৃতের ভাইয়ের ছেলে আবু রেজা বলেন, শনিবার বেলা সাড়ে ১১টায় হাটহাজারীতে বোনের বাড়ি যাচ্ছিলেন মরিয়ম বেগম। ইসলামিয়া হাট এলাকায় রাস্তা পারাপারের সময় হাটহাজারীমুখী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনার পর স্থানীয়রা ধাওয়া দিয়ে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
গহিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মোজাম্মেল হক বলেন, ইসলামিয়া হাটে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]