
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নোয়াখালীর সদর, চরজব্বার ও সেনবাগ থানার ওসিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পর্যন্ত নির্বাচনের সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।
৬ জানুয়ারি, শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নির্বাচন দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি, সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন ও চরজব্বার থানার ওসি রফিকুল ইসলামকে।
নির্বাচনকালীন সময়ের জন্য সুধারাম মডেল থানায় কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম, সেনবাগ থানায় পুলিশ লাইন্সের আরওআই আমির হোসেন ও চরজব্বার থানায় দায়িত্ব দেওয়া হয়েছে কবিরহাট থানার ওসি হুমায়ন কবিরকে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচন প্রচারণা চলাকালে বিভিন্ন সময় আইন শৃঙ্খলা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করে সদর ও সুবর্ণচর থানার ওসির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন এবং সেনবাগ থানার ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূইয়া।
পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটের পর ওই তিন ওসিকে স্বপদে বহাল করা হবে।
বিবার্তা/সবুজ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]