রামুর বৌদ্ধবিহারে দুর্বৃত্তদের আগুন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ১৪:০৮
রামুর বৌদ্ধবিহারে দুর্বৃত্তদের আগুন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের রামু সদরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ‘উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং) নামে একটি বৌদ্ধ বিহারের সিঁড়ি পুড়ে গেছে। তবে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিক পদক্ষেপের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।


আগুন সূত্রপাতের কারণ বা এটি নাশকতা নাকি নিছক দুর্ঘটনা, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে, ‘অজ্ঞাত দুর্বৃত্তরাই’ আগুন দিয়েছে। সংশ্লিষ্ট বৌদ্ধ বিহারসহ আশপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।


রামু থানার ওসি আবু তাহের দেওয়ান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (৫ জানুয়ারি) গভীর রাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।


আবু তাহের দেওয়ানের বক্তব্য অনুযায়ী, শুক্রবার রাতে রামু উপজেলা সদরের চেরাংঘাটারে রাখাইন সম্প্রদায়ের উসাইচেন বৌদ্ধ বিহারের (বড় ক্যাং) পুরোহিতসহ অন্যরা প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। এক পর্যায়ে রাত ২টার দিকে ১৫০ বছরের পুরানো কাঠের তৈরি বিহারটিতে আকস্মিকভাবে আগুন লেগে যায়। আগুন দেখে বিহারের ভিতরে অবস্থানকারীরা চিৎকার, ডাকাডাকি শুরু করেন। তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।


পরবর্তীতে খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বিহারের ভিতরের কাঠের তৈরি একটি সিঁড়ি পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হওয়ায় বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।


পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে ওসি তাহের দেওয়ান বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা জানা যায়নি। তাছাড়া এটি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা তা পুলিশ এখনো নিশ্চিত নয়। রাতে ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৌদ্ধ বিহারসহ আশাপাশের সব সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে পুলিশ ঘটনা কিভাবে ঘটেছে বা কোন দুর্বৃত্তরা সংঘটন করেছে কিনা পুলিশ তদন্ত করছে।


ঘটনার পর থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে অবস্থান করছে। (শনিবার) সকালে পুলিশসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান রামু থানার ওসি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com