
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
৫ জানুয়ারি, শুক্রবার দুপুরে আখাউড়া পৌরসভার দেবগ্রাম আমতলীবাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আখাউড়া থানার সহকারী উপ-পরিদর্শক হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এতথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার সকালে পরিত্যক্ত ওই ডোবায় লাশ সদৃশ কিছু ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তির পরনে শার্ট ও লুঙ্গি ছিল। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]