
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস ও বিজিবির পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিজিবির ৫ সদস্যসহ ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
৫ জানুয়ারি, শুক্রবার সকাল ১১টার দিকে পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের পলাশকাড়ীর রাইচমিল নামকস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই সময় বিজিবির একটি দল টহলে ছিলেন। এরই মধ্যে বগুড়া থেকে গাইবান্ধাগামী অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে বিজিবির ৫ সদস্য ও বাসের ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, হাইওয়ে পুলিশের সহযোগিতায় ঘটনা স্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। আহতদের বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তাদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি ওসি।
বিবার্তা/আ.খালেক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]