নোয়াখালীতে নির্বাচনি প্রস্তুতি নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১৫:১২
নোয়াখালীতে নির্বাচনি প্রস্তুতি নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।


৫ জানুয়ারি, শুক্রবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।


এসময় জেলায় নির্বাচনি দায়িত্বে থাকা পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রিজাইডিং কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ করতে এবং ভোটাররা যেন নিরাপদে কেন্দ্রে এসে ভোট প্রয়োগ করতে পারে সে বিষয়ে বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়।


জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৬টি আসনে ৮ প্লাটুন সেনাবাহিনী, ১৬ প্লাটুন বিজিবি, র‌্যাবের ৮০ সদস্য, আনসার ব্যাটেলিয়নের ৯২জন সদস্য, ৯ হাজার ৮৪০ জন আনসান বিডিপি, ৮৩০ জন গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে।


এ ছাড়া উপকূলীয় আসন নোয়াখালী-৬ (হাতিয়াতে) পুলিশের পাশাপাশি নৌ-বাহিনীর ১০০ সদস্য ও কোস্টগার্ডের ৮০জন সদস্য নির্বাচন সুষ্ঠু করতে কাজ করবে। তাৎক্ষণিক আদালত বসিয়ে অপরাধ দমনে ২৯জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়।


উল্লেখ্য, নোয়াখালীতে ৬টি আসনে নৌকা, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনগুলো হচ্ছে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক), নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক), নোয়াখালী- ৩ (বেগমগঞ্জ), নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর), নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ও নোয়াখালী-৬ (হাতিয়া)। জেলায় মোট ভোটার ২৬ লাখ ২১ হাজার ৭০৪জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৫ হাজার ৬৩৮জন, নারী ভোটার ১২ লাখ ৫৬ হাজার ৬১জন। ৬টি আসনে মোট কেন্দ্র দেখানো হয় ৭৬১টি।


বিবার্তা/সুমন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com