
উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাঝারি ও মৃদু শত্যপ্রবাহ। ঘন কুয়াশায় সকাল পর্যন্ত ঢেকে থাকছে পুরে এলাকা। গত একসপ্তাহ এই অঞ্চলর তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রির মধ্যে বিরাজ করলেও গত তিন দিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করছে ।
শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেতুঁলিয়ায় সর্বানিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় সবানিন্ম তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় আবহাওয়া অফিস সুত্রে জানা যায়, এই অঞ্চলে রাতের তাপমাত্রা কমলেও বৃদ্ধি পাচ্ছে দিনের তাপমাত্রা । দু’একদিনের মধ্যে এই তাপমাত্রা আরও কমার সম্ভবনা রয়েছে ।
হিমালয় কণ্যা খ্যাত দেশের সর্বত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত । সাথে হিমালয় থেকে প্রবাহিত হওয়া হিম শীতল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত যত গভীর হয় শীতের তীব্রতা ততই বাড়তে থাকে । পরদিন সকাল পর্যন্ত অব্যাহত থাকছে । প্রয়াজন ছাড়া মানুষ ঘর হতে বের হয়না । কনকন ঠাণ্ডা আর হিমেল বাতাসে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ । হাসপাতাল গুলাতেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা ।
বিবার্তা/বিপ্লব /মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]