
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা জামাতের আমির আবুল বাসার বসনীয়াকে (৪৫) আটক করেছে পুলিশ। ৩ জানুয়ারি, বুধবার দুপুরে উপজেলার টেপরীগঞ্জ ইউনিয়নের প্রধান পাড়া এলাকায় একটি জানাযা শেষে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টেপরীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী বসুনিয়া পাড়া এলাকার গাজি বসুনিয়ার ছেলে আবুল বাসার বসুনিয়া। সে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির। ইতোপূর্বে তার বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম আটকের বিষয়টি নিশ্চিত করে বলে, তার বিরুদ্ধে পূর্বের একাধিক মামলায় থাকায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/বিপ্লব/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]