
মেহেরপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইসরাইল হোসেন নামের এক চা দোকানির মৃত্যু হয়েছে।
২ জানুয়ারি, মঙ্গলবার সকাল ছয়টার দিকে বৈদ্যুতিক তারের সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরবর্তীতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানিয়েছে গাংনী উপজেলার বাওট গ্রামের ইউনুস আলীর ছেলে ইসরাইল হোসেন মেহেরপুর কুষ্টিয়া সড়কের বাওট বাজারে চা বিক্রির ব্যবসা করে। সকালে ইসরাইল দোকানে এসে বিদ্যুতের তার মেরামত করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট পড়ে। ঘন কুয়াশা থাকা কিছুই দেখা যায়নি।
বেলা সাড়ে ৭টার দিকে মসজিদে কোরআন পড়তে আসা শিশুরা ছাদ থেকে একজনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। স্থানীয়রা দ্রুত সেখান থেকে ইসরাইল হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে পরবর্তীতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]