
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের সমিতির বাজারে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় নৌকার স্লোগান দিয়ে এ হামলা করা হয়। এতে পবনের ১০ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে স্বতন্ত্র প্রার্থী পবন।
ঈগল প্রতীকের সমর্থকদের মিছিলে নৌকা প্রতীকের সমর্থকদের পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। এতে ঈগল প্রতীকের ১০জন নেতা-কর্মীরা গুরুতর আহত হয়েছে।
হাবিবুর রহমান পবন ও তার নির্বাচনি সমন্বয়করা জানান, সন্ধ্যার দিকে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের সমর্থনে সমিতির বাজারে মিছিল হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর হোসেন পাটোয়ারী ও ছাত্রলীগের সভাপতি রাকিব হোসেন নেতৃত্বে কয়েকজন নৌকার সমর্থক মিছিলে হামলা চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি বেলাল হোসেন, সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারী, যুবলীগ নেতা কামাল সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রানা, আবু সায়েদ সাবু সহ ১০ জন গুরুতর আহত হয়। তাদেরকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেটও গিয়েছে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী পবনের প্রতিনিধির পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/সুমন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]