
ভোলায় মোটরসাইকেলের নিচে চাপা পড়ে রোকেয়া বেগম (৪৫) নামের এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১ জানুয়ারি, সোমবার সকাল ১১ টার দিকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পরাণগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোকেয়া বেগম ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের কাঠমিস্ত্রি আব্দুল সাত্তারের স্ত্রী। তিনি ৪ সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬ টার দিকে রোকেয়া বেগম ও তার শাশুড়ি হাওলাত টাকা আনতে পাশের বাড়িতে যায়। এসময় ভোলা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক পার হতে গেলে দ্রুতগামী একটি মোটরসাইকেল রোকেয়া বেগমকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]