
সারা দেশের মতো জামালপুরের সরিষাবাড়ীতে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারি, সোমবার বেলা ১১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে এ বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ বাচ্চু, সদস্য চান মিয়া চানু, সহকারী প্রধান শিক্ষক মমিনুল ইসলাম চানু, সহকারী শিক্ষক এস এম মুখলেছুর রহমান মুকুলসহ অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
এসময় বিদ্যালয়ের প্রায় ৯ শতাধিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পেয়ে উচ্ছ্বাস করে শিক্ষার্থীরা।
বিবার্তা/মোস্তাক/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]