ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:০৩
ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চলতি মৌসুমে জেলায় ৫ হাজার ৭২০ হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন শাকসবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে মাঠে মাঠে শোভা পাচ্ছে টমেটো, লাউ ফুলকপি, বাঁধাকপি, শসা, করলাসহ হরেক রকমের সবজি। কৃষি বিভাগ আশা করছে চলতি রবি মওসুমে জেলায় শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।


চলতি রবি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিস্তীর্ণ জমিতে শীতকালীন বিভিন্ন শাকসবজির আবাদ করা হয়েছে। এ বছর জেলায় শীতকালীন শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৭২০ হেক্টর জমিতে। এ পর্যন্ত আবাদ হয়েছে ২৮শ ৫০ হেক্টর জমিতে। এসব জমিতে কৃষকরা নিরাপদ ও বিষমুক্ত উপায়ে নানা জাতের শীতকালীন সবজির আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় আবাদকৃত জমি থেকে উৎপাদিত সবজির বাম্পার ফলন আসতে শুরু করেছে। অক্টোবরের ২য় সপ্তাহ থেকে নতুন বছরে মার্চের ২য় সপ্তাহ পর্যন্ত ৬ মাস শীতকালীন শাক-সবজির ভরা মৌসুম। কৃষি জমিতে এখন লাউ, টমেটো, শসা, ফুলকপি, বাঁধাকপি, করলাসহ বিভিন্ন শাক নানা জাতের শাকসবজি আবাদে ব্যস্ত সময় পার করছে জেলার কৃষকরা।


চাষীরা জানান ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে শীতকালীন নানা জাতের সবজি। দাম ভাল থাকায় তারা লাভবান। তাদের দাবি কৃষি সরঞ্জামসহ সারের দাম কমানো হলে কৃষকরা আরো লাভবান হত।


ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি নিরাপদও বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের কারিগরি বিভিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। সে সাথে পতিত জমিগুলোকেও আনা হচ্ছে চাষের আওতায়।


মো. হাবিবুর রহমান উপ-সহকারী কৃষি অফিসার, অনাবাদি ও পতিত জমি চাষাবাদের আওতায় আসায় সবজির আবাদ লক্ষ্যমাত্রার চেয়েও সাড়ে ৪শ হেক্টর বেশী ছাড়িয়ে যাবে বলে আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।


সুশান্ত সাহা, উপ পরিচালক, জেলা কৃষি অফিসার, উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সবজির চাহিদা পূরণের পাশাপাশি কৃষক লাভবান হবে এমনটাই প্রত্যাশা।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com