রাজশাহীতে নির্বাচন প্রতিবেদন বিষয়ে প্রশিক্ষণ শুরু
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ২১:১৪
রাজশাহীতে নির্বাচন প্রতিবেদন বিষয়ে প্রশিক্ষণ শুরু
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর সাংবাদিকদের দক্ষ করার লক্ষ্যে নিউজ নেটওয়ার্কের উদ্যোগে নির্বাচন প্রতিবেদন নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।


ইউএসএআইডি ও ইন্টারনিউজের সহযোগিতায় ২৩ ডিসেম্বর, শনিবার রাজশাহী নগরীর এনজিও ফোরামের রিজিওনাল অফিসে ২০ জন তরুণ সাংবাদিককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।


কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন, নিউজ নেটওয়ার্কের প্রধান সমন্বয়কারী (সিইও) শহিদুজ্জামান।


তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সাংবাদিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করেই সংবাদ পরিবেশন করতে হবে। তরুণ প্রজন্ম সুস্থ ধারার সাংবাদিকতার পথ দেখাবেন। সুস্থ সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত বিষয় জাতির সামনে তুলে ধরতে হবে। নির্বাচনি আইন সম্পর্কে জানতে হবে। আইন জানা থাকলে সঠিক তথ্য দিয়ে নিউজ করতে পারবেন।


সাংবাদিকতার ধারা দিন দিন বদলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এই সময়ে নিউজ নেটওয়ার্কের নির্বাচন বিষয়ে সাংবাদিকদের যে প্রশিক্ষণ দিল তা সময়োপযোগী। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে সাংবাদিকগণ নিজেকে সমৃদ্ধ করবেন।


প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন প্রোগ্রাম ফ্যাসিলিটেটর সুলতান মাহমুদ ও প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহাম্মদ আজাদ।


এদিন নির্বাচন এবং নির্বাচন কমিশনারের বিভিন্ন নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশে নির্বাচনের ধরন, নির্বাচনের উপাদান, ভোটার, রাজনৈতিক দল এবং সমস্যা, নির্বাচন প্রক্রিয়া, মনোনয়ন, খরচ, হলফনামা এবং নির্বাচনি অপরাধ, নির্বাচনি বিধি, ইভিএম ভোট, নির্বাচনি এলাকার সীমাবদ্ধতা, নির্বাচনের পর্যায় রিপোর্টিং, প্রাক-নির্বাচন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরবর্তী দিনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, প্রোগ্রাম স্পেশালিস্ট রেজাউল করিম, কো-অর্ডিনেটর জিয়াউর রহমান, ইন্টারনিউজের বাংলাদেশ প্রতিনিধি সাখাওয়াত হোসেন প্রমুখ।


প্রশিক্ষণে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন।


বিবার্তা/মোস্তাফিজ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com