পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমছে রাতের তাপমাত্রা
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ১৫:০৩
পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমছে রাতের তাপমাত্রা
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উত্তরের জেলা পঞ্চগড়ে দিনে তাপমাত্রা বৃদ্ধি পেলেও কমছে রাতের তাপমাত্রা। গত পাঁচদিন ধরে এই অঞ্চলের তাপমাত্রা ৯ হতে ১০ ডিগ্রির মধ্যে বিরাজ করছে ।


২২ ডিসেম্বর, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এই সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস।


স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্র জানা গেছে, এই অঞ্চলে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা আবারও কমতে শুরু করেছে। দুই তিন দিনের মধ্যে এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান তিনি।


হিমালয় কন্যা খ্যাত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। সাথে হিমালয় থেকে প্রবাহিত হওয়া হিম শীতল বাতাস আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এই অঞ্চলের জনজীবন।


রাত যত গভীর হয় ঠান্ডার তীব্রতা ততই বাড়তে থাকে। পরদিন সকাল পর্যন্ত অব্যাহত থাকে। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তবে দিনের বেলা একটু ঝলমলে রোদে জনজীবন স্বস্তি ফিরলেও বিকেল হতে না হতেই তা আবার মিলিয়ে যাচ্ছে।


বিবার্তা/গোফরান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com