বাংলাবাজারে ১০টাকার শীতবস্ত্রের মার্কেট
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১৮:২২
বাংলাবাজারে ১০টাকার শীতবস্ত্রের মার্কেট
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পুরান ঢাকার বাংলাবাজারে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিপরীত পাশে, লিয়াকত এভিনিউ এর নিচে বেশ কয়েকটি শীতবস্ত্রের দোকান বসেছে। দোকানগুলোয় মাত্র দশ টাকা প্রতি শীতবস্ত্র বিক্রি করার মাধ্যমে সকলের নজর কেড়েছে। নিজ হাতে খুঁজে, নিজ পছন্দের শীতের কাপড় কিনতে পেরে খুশি ক্রেতারাও।


সরজমিনে দেখা যায়, রাস্তা ও ফুটপাত জুড়ে কাপড় বিছিয়ে তার উপর শত শত শীতের জামা ফেলে রাখা হয়েছে। বিক্রেতারা মাত্র দশ টাকা বলে হাঁকছেন, পণ্যগুলো দেখতে ক্রেতারাও ঘিরে ধরেছেন।


বিক্রেতাদের দাবি, বিদেশ থেকে দেশে লট হিসেবে মাল আসে, তারা বিভিন্ন জায়গা থেকে খুবই অল্প দামে সংগ্রহ করেন। তাই তারা এত অল্পদামে বিক্রি করতে পারছেন।


পণ্যগুলো বেশিরভাগই মলিন ও পুরোনো হলেও, মাত্র দশ টাকায় কিনতে পেরে ক্রেতারা বেশ খুশি। তাদের দাবি, বর্তমান বাজারের অবস্থা অনুযায়ী দশ টাকা প্রতি শীতবস্ত্র বেশ সস্তা। খুঁজে নিলে ভালো পণ্যই পাওয়া যায়।


ক্রেতা আমেনা বলেন, খোঁজাখুঁজি করতে পারলেই ভালো ভালো জামাকাপড় পাওয়া যায়। এখন জামা কাপড়ের যে দাম, এগুলাই ভালো, শীত গেলে গা, পরের শীত পর্যন্ত তেমন লাগে না।


পেশায় রিক্সা চালক সেলিম বলেন, এক যাত্রী নিয়া পুরান ঢাকায় আইলাম, দশ টাকা কইরা শীতের জামা বেচতাছে দেইখা আমার লাইগা, পোলার লাইগা আর বউয়ের লাইগা কয়ডা জামা নিলাম।


বিক্রেতা হেলেনা বলেন, আমরা দশ টাকা কইরা মাল বেচতাছি। মালের অভাব নাই, কয়ডা নিবেন নেন। এগুলা লটের মাল। আমাগো লাভ হয়, নইলে বেচতাম নাকি।


বিবার্তা/রুদ্র/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com