বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্বাচনী প্রচারণায় নাসিম চৌধুরী
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ১১:২৮
বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নির্বাচনী প্রচারণায় নাসিম চৌধুরী
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে জমজমাট প্রচারণায় মুখর ছিল ফেনী-১ আসন। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।


মঙ্গলবার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ এলাকায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পথসভার মাধ্যেমে নৌকা প্রতীকের প্রচারণা শুরু করেন নাসিম চৌধুরী। এসময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান তিনি।


বিকেলে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের শালধর মুহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সহ-সভাপতি অভিনেত্রী শমী কায়সার। এতে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. জাহান আরা আরজু, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সোহেলী আহমেদ সুইট, সাবেক অতিরিক্ত সচিব এএফ এম নুরের সাফা চৌধুরী (এনডিসি) এবং আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের শাশুড়ি আফসানা চৌধুরী। এদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ছাগলনাইয়া জমদ্দার বাজারে গণসংযোগ করেন আলাউদ্দিন নাসিম। বিকেল ৩টায় ঘোপাল ইউনিয়নের সমিতি বাজারে পথসভা করা হয়। বিকেল ৫টায় শুভপুর ইউনিয়নের রাস্তার মোড়ে পথসভা করা হয়। নির্বাচনী প্রচারণায় সন্ধ্যা ৬টার দিকে দারোগারহাট রাস্তার মাথায় পথসভা করা হয়। সন্ধ্যা ৭টার দিকে রাধানগর ইউনিয়নের জঙ্গলমিয়া রাস্তার মাথায় পথসভার মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়েছে।


ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নে গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। বিকেল ৩টায় শুভপুর ইউনিয়নের পুরাতন করৈয়া বাজারে, বিকেল ৪টা রাধানগর ইউনিয়নের নতুন করৈয়া বাজারে, বিকেল ৫টায় রাধানগর ইউনিয়নের কালবাট বাজারে এবং সন্ধ্যা ৬টায় পাঠাননগর ইউনিয়নের বাংলা বাজার পথসভা করার কথা রয়েছে। এদিকে ফেনী-১ আসনে প্রচারণার দ্বিতীয় দিনে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য প্রার্থীদের উল্লেখযোগ্য প্রচারণা লক্ষ্য করা যায়নি।


প্রসঙ্গত, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ আগামী বছরের ৭ জানুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করেছে ইসি।


বিবার্তা/সাব্বির/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com