চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৮
চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। চুয়াডাঙ্গা-১ আসনে ৬ জন ও চুয়াডাঙ্গা-২ আসনে ৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।


১৮ ডিসেম্বর, সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও প্রার্থীর পক্ষে প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।


চুয়াডাঙ্গা-১ আসনে প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা (ঈগল), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সোহরাব হোসেন (লাঙ্গল), এনপিপি মনোনীত প্রার্থী ইদ্রিস চৌধুরি (আম), স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক খান (ফ্রীজ) ও স্বতন্ত্র প্রার্থী এম শহিদুর রহমান (ট্রাক)।


চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগার টগর (নৌকা), জাতীয় পার্টির রবিউল ইসলাম (লাঙ্গল) এনপিপির ইদ্রিস চৌধুরি (আম), জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দেওয়ান মোহাম্মদ ইয়াসিন উল্লাহ (মশাল প্রতীক), জাকের পার্টির আব্দুল লতিফ খান গোলাপ (ফুল), স্বতন্ত্র প্রার্থী নূর হাকিম (ঈগল) ও স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা (ট্রাক)।


জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ২টা থেকে প্রার্থীরা তাদের নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করতে পারবেন বলে জানা গেছে।


উল্লেখ্য, ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


বিবার্তা/আসিম/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com