কালিহাতীতে লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকীর মনোনয়নপত্র জমা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১৮:৪৭
কালিহাতীতে লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকীর মনোনয়নপত্র জমা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সিদ্দিকী পরিবারের দুই সদস্য সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও তার ছোট ভাই মুরাদ সিদ্দিকী।


৩০ নভেম্বর, বৃহস্পতিবার দুপুরে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।


আবদুল লতিফ সিদ্দিকী কালিহাতী থেকে একাধিকবার এমপি নির্বাচন হয়ে মন্ত্রী হয়েছেন। ২০১৪ সালে আপত্তিকর মন্তব্যের জেরে আওয়ামী লীগ ও মন্ত্রীসভা থেকে বাদ পড়েন। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে এসেছেন। ২০১৮ সালেও তিনি স্বতন্ত্র প্রার্থী হয়ে পরবর্তীতে নির্বাচন থেকে সরে যান।


লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন লতিফ সিদ্দিকীর সহধর্মিণী সাবেক এমপি লায়লা সিদ্দিকী ও সরকারি সাদত কলেজের সাবেক ভিপি শামীম আল মুনছুর আজাদ সিদ্দিকীসহ স্থানীয় নেতাকর্মীরা।


এদিকে লতিফ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়ে বের হয়ে গেলে সহকারী রিটার্নিং কর্মকর্তার রুমে ঢুকেন স্বতন্ত্র প্রার্থী মুরাদ সিদ্দিকী। তিনি মোট ভোটারের এক শতাংশ স্বাক্ষর জমাদেন।


জেলা ছাত্রলীগের সাবেক নেতা মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল-৪ কালিহাতী এবং টাঙ্গাইল-৫ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল সদর আসন থেকে নির্বাচন করে উল্লেখযোগ্য ভোট পেয়ে পরাজিত হন।


মুরাদ সিদ্দিকীর মনোনয়নপত্র জমাদানের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাবুল সিদ্দিকী, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রানা সিদ্দিকী, বল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান আসলাম ও জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মনি আরজুসহ নেতাকর্মীরা।


এদিকে দুই ভাইয়ের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি কালিহাতীসহ পুরো টাঙ্গাইলে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে। উৎসুক মানুষ কালিহাতী উপজেলা চত্বরে এসে ভিড় করেন।


টাঙ্গাইলের আলোচিত সিদ্দিকী পরিবারের পৈত্রিক নিবাস কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে।
বিবার্তা/ইমরুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com