রাজশাহীতে 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ' উপলক্ষ্যে পথসভা
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১৯:২৬
রাজশাহীতে 'আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ' উপলক্ষ্যে পথসভা
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৩' অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৯ নভেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়। নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ প্রতিপাদ্য নিয়ে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী এই পথসভা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।


উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, আমাদের সন্তানদের পারিবারিকভাবে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে। আজ যারা নির্যাতিত হচ্ছে তারা আমাদের কারো না কারো বোন বা মা। আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে পারি তাহলে আগামীতে রাস্তায় দাঁড়িয়ে এ বিষয়ে পথসভা করার প্রয়োজন হবে না। আমরা যার যার ঘরের সন্তানদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দেই। সন্তানদের জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় না নেমে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতায় নামাতে হবে। এ সময় নারী নির্যাতন থেকে শুরু করে সকল ধরনের খারাপ কাজ থেকে নতুন প্রজন্মকে রক্ষা করার আহ্বান জানান তিনি।


পথসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com