রাজশাহী সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৩, ১৯:২১
রাজশাহী সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্মিত ও আধুনিকায়নকৃত সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।


বুধবার (২৯ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করে সোনাদীঘি জামে মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।


উল্লেখ্য, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) এর আওতায় রাজশাহী সিটি কর্পোরেশনের পুরাতন নগর ভবন ভেঙ্গে সেখানে ১৬তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবন সিটি সেন্টার নির্মাণ করা হচ্ছে।


সেই প্রকল্পের অংশ হিসেবে ঐতিহ্যবাহী সোনাদিঘী দক্ষিণ অংশে পুরাতন মসজিদ ভবনের স্থানে নতুন মসজিদ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।


৩য় তলা বিশিষ্ট সুদৃশ্য এই মসজিদে দুটি মিনার করা হবে ইতোমধ্যে অজুখানা নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। সোনাদিঘী মসজিদে একসাথে চার শতাধিক মুসল্লি একসাথে নামাজ পড়তে পারবেন।


অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ২১ং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর জাহের হোসেন সুজা, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দীন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, সম্পত্তি কর্মকর্তা মতিউর রহমান, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহরিয়ার পরাগ, ইমাম ক্বারী মামুন উর রশীদসহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/মোস্তাফিজুর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com