ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ২০:০১
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'আপনার রক্তচাপ সঠিকভাবে মাপুন, নিয়ন্ত্রণে রাখুন, সুস্থ জীবন উপভোগ করুন' এই স্লোগানে ভাটপাড়া প্রবাসী কল্যাণ সংঘের উদ্যেগে দিনব্যাপী “স্বাস্থ্য সেবা ক্যাম্প ২০২৩” অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী আমতলী বাজারে ভাটপাড়া প্রবাসী কল্যাণ সংঘের কার্যালয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হ্রদরোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট কার্ডিওলজী ডা. মুহাম্মদ আব্দুল মতিন সেলিম , ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের হৃদরোগ,বক্ষব্যাধী ও রক্তনালী বিশেষজ্ঞ সার্জন, জুনিয়র কনসালটেন্ট ডা. জিনিয়া আহমাদ চৈতি ।


এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান সংঘের সভাপতি আমিনুল ইসলাম ব্যাপারী সান্টু ,সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল আলম,সহসাধারন সম্পাদক মাসুদ রানা প্রমূখ। এ সময় ডাক্তাররা মানুষের স্বাস্থ্য সেবায় কিভাবে সচেতন থাকবে সে ব্যাপারে দিক নির্দেশনা দেন।


হার্ট এট্যাক কী কারণে হয় ডায়াবেটিসের কুফল ও নানাবিধ রোগব্যাধী নিয়ে আলোচনা করা হয়। সঠিক খাদ্যাভাসের উপর ও এ সময় জোর দেওয়া হয়। এ সময় ডাক্তাররা বলেন, এখন পর্যন্ত আমরা ১১ টা ফ্রী মেডিকেল ক্যাম্প করেছি শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য।


দিনব্যাপী এ প্রোগ্রামে এ সময় শতাধিক রোগীদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।


এ সময় উপকারভোগী অসহায় মানুষেরা হার্ট ফাউন্ডেশন ও প্রবাসী সংগঠনটির ব্যাপক প্রশংসা করেন এবং বলেন আমরা এমন একটি কার্যক্রমে খুবই উপকৃত হচ্ছি।


বিবার্তা/আকন্ঞ্জি/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com